
নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের ছেলে যুবদলের কেন্দ্রীয় নেতা আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চাওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় দলের মধ্যে চাপের মুখে পড়েছেন জামায়াতের প্রার্থী।
গত শুক্রবার বরিশালের গৌরনদীতে ওই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নেন আরাফাত। সেখানে তিনি ধানের শীষে ভোট চান।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, গত ৬ মাস আগে এই আসনে কামরুল ইসলাম খানকে প্রর্থী ঘোষণা করে জামায়াত। অসুস্থ থাকার পরও তিনি এতদিন প্রচার চালিয়েছেন। কিন্তু তার ছেলের ধানের শীষে ভোট চাওয়া নিয়ে তিনি এখন বেকায়দায় পড়েছেন। এটি দলের নেতকার্মীদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী উপজেলা জামায়াতের এক নেতা বলেন, আমাদের প্রার্থীর ছেলে এতদিন আলোচনায় ছিলেন না। জহির উদ্দীন স্বপন বিএনপির মনোনয়ন পাওয়ার পর সে তার পক্ষে ভোট চায়। এরপর থেকে বিষয়টি আমাদের অনেকেই মেনে নিতে পারছেন না। বিষয়টি দলের নীতি-নির্ধারকদের ভেবে দেখা উচিত।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খান আমার দেশকে বলেন, আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে দলীয় ফোরামে আমাকে অনেক কথা শুনতে হয় এবং তা মোকাবিলা করতে হয়।
জামায়াতের গৌরনদী উপজেলার আমীর মোহাম্মদ আলামিন আমার দেশকে বলেন, এই আসনে জামায়াতের অবস্থান অনেকটা ভালো। তবে আমাদের প্রার্থীর ছেলের কাণ্ডে আমরা বিব্রত। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে। প্রার্থী পরিবর্তন করা হতে পারে।
বরিশাল-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, জামায়াতের প্রার্থীর ছেলে বাবার বিপক্ষে ভোট চাইলে তার আর নির্বাচন থাকে না। এ ঘটনা দুঃখজনক। শুক্রবারের ঘটনা আমাদের নেতাকর্মী ও সমর্থকদের হতাশ করেছে। এ বিষয়ে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রার্থী পরিবর্তনের বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের ছেলে যুবদলের কেন্দ্রীয় নেতা আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চাওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় দলের মধ্যে চাপের মুখে পড়েছেন জামায়াতের প্রার্থী।
গত শুক্রবার বরিশালের গৌরনদীতে ওই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নেন আরাফাত। সেখানে তিনি ধানের শীষে ভোট চান।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, গত ৬ মাস আগে এই আসনে কামরুল ইসলাম খানকে প্রর্থী ঘোষণা করে জামায়াত। অসুস্থ থাকার পরও তিনি এতদিন প্রচার চালিয়েছেন। কিন্তু তার ছেলের ধানের শীষে ভোট চাওয়া নিয়ে তিনি এখন বেকায়দায় পড়েছেন। এটি দলের নেতকার্মীদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী উপজেলা জামায়াতের এক নেতা বলেন, আমাদের প্রার্থীর ছেলে এতদিন আলোচনায় ছিলেন না। জহির উদ্দীন স্বপন বিএনপির মনোনয়ন পাওয়ার পর সে তার পক্ষে ভোট চায়। এরপর থেকে বিষয়টি আমাদের অনেকেই মেনে নিতে পারছেন না। বিষয়টি দলের নীতি-নির্ধারকদের ভেবে দেখা উচিত।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খান আমার দেশকে বলেন, আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে দলীয় ফোরামে আমাকে অনেক কথা শুনতে হয় এবং তা মোকাবিলা করতে হয়।
জামায়াতের গৌরনদী উপজেলার আমীর মোহাম্মদ আলামিন আমার দেশকে বলেন, এই আসনে জামায়াতের অবস্থান অনেকটা ভালো। তবে আমাদের প্রার্থীর ছেলের কাণ্ডে আমরা বিব্রত। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে। প্রার্থী পরিবর্তন করা হতে পারে।
বরিশাল-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, জামায়াতের প্রার্থীর ছেলে বাবার বিপক্ষে ভোট চাইলে তার আর নির্বাচন থাকে না। এ ঘটনা দুঃখজনক। শুক্রবারের ঘটনা আমাদের নেতাকর্মী ও সমর্থকদের হতাশ করেছে। এ বিষয়ে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রার্থী পরিবর্তনের বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে।

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দর থেকে আসা একটি প্রাইভেটকার আটক করে তিন হাজার প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটিতে সাত হাজার প্যাকেট সিগারেট ছিল। এতে প্রশ্ন উঠেছে— বাকি চার হাজার প্যাকেট সিগারেট কোথায় গেল?
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাই ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক। একটা ফ্যাসিবাদবিরোধী সংসদ গঠিত হোক। একটা বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের বাংলাদেশপন্থী মনে করে থাকেন।
৪ ঘণ্টা আগে
রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
৬ ঘণ্টা আগে