আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে ধানের শীষে ভোট চাইলেন জামায়াত প্রার্থীর ছেলে

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

বরিশালে ধানের শীষে ভোট চাইলেন জামায়াত প্রার্থীর ছেলে

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের ছেলে যুবদলের কেন্দ্রীয় নেতা আরাফাত বিল্লাহ ধানের শীষে ভোট চাওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় দলের মধ্যে চাপের মুখে পড়েছেন জামায়াতের প্রার্থী।

গত শুক্রবার বরিশালের গৌরনদীতে ওই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপনের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নেন আরাফাত। সেখানে তিনি ধানের শীষে ভোট চান।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী সূত্র জানায়, গত ৬ মাস আগে এই আসনে কামরুল ইসলাম খানকে প্রর্থী ঘোষণা করে জামায়াত। অসুস্থ থাকার পরও তিনি এতদিন প্রচার চালিয়েছেন। কিন্তু তার ছেলের ধানের শীষে ভোট চাওয়া নিয়ে তিনি এখন বেকায়দায় পড়েছেন। এটি দলের নেতকার্মীদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গৌরনদী উপজেলা জামায়াতের এক নেতা বলেন, আমাদের প্রার্থীর ছেলে এতদিন আলোচনায় ছিলেন না। জহির উদ্দীন স্বপন বিএনপির মনোনয়ন পাওয়ার পর সে তার পক্ষে ভোট চায়। এরপর থেকে বিষয়টি আমাদের অনেকেই মেনে নিতে পারছেন না। বিষয়টি দলের নীতি-নির্ধারকদের ভেবে দেখা উচিত।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খান আমার দেশকে বলেন, আমার ছেলে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে দলীয় ফোরামে আমাকে অনেক কথা শুনতে হয় এবং তা মোকাবিলা করতে হয়।

জামায়াতের গৌরনদী উপজেলার আমীর মোহাম্মদ আলামিন আমার দেশকে বলেন, এই আসনে জামায়াতের অবস্থান অনেকটা ভালো। তবে আমাদের প্রার্থীর ছেলের কাণ্ডে আমরা বিব্রত। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করা হবে। প্রার্থী পরিবর্তন করা হতে পারে।

বরিশাল-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, জামায়াতের প্রার্থীর ছেলে বাবার বিপক্ষে ভোট চাইলে তার আর নির্বাচন থাকে না। এ ঘটনা দুঃখজনক। শুক্রবারের ঘটনা আমাদের নেতাকর্মী ও সমর্থকদের হতাশ করেছে। এ বিষয়ে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রার্থী পরিবর্তনের বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন