বরিশালে ফয়জুল করীম

পিআর বিরোধিতাকারী দলটি বৈরী রাষ্ট্রের অ্যাজেন্ডা বাস্তবায়নে লিপ্ত

বরিশাল অফিস
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৮
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৬

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে আসছে। তারা বৈরী রাষ্ট্রের অ্যাজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার হীন অপচেষ্টায় লিপ্ত।

বিজ্ঞাপন

রোববার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে।

ফয়জুল করীম আরো বলেন, বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনো না কোনো প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। তাই দেশে এই দাবি দিন দিন জনপ্রিয় হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল নগর সভাপতি প্রফেসর লোকমান হাকীমের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত