নারীদের ভোটে ক্ষমতায় যাবে বিএনপি: জেসমিন

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫০

পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর বলেছেন, নারীদের ভোটে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। নারীরা সচেতন হলেই দেশ এগিয়ে যাবে। দেশ পরিচালনায় নারী সদস্য সংখ্যা আরো বাড়াতে হবে।

বিজ্ঞাপন

সোমবার বিকালে মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন শাকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মোহসিন উদ্দীন, সাবেক সাবরেজিস্টার সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, নারী ও শিশু অধিকার ফোরামের উপজেলা সভানেত্রী আয়েশা খানম রানী।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুস সত্তার হাওলাদার, নারী ও শিশু অধিকার ফোরামের ইউনিয়ন সহ-সভাপতি জাহানারা খানম জোৎস্না, সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন ও মাধবখালী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো.জাফর জোমাদ্দার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত