আদালতে অনিয়ম
উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। পাশাপাশি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ‘ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইনে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।
গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতার পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ব্যারাকে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে বসে থাকতে। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। পাশাপাশি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ‘ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইনে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।
গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতার পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ব্যারাকে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে বসে থাকতে। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে