আদালতে অনিয়ম

অনৈতিক সুবিধা দেয়ায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০০

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। পাশাপাশি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ‘ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইনে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।

গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতার পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ব্যারাকে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে বসে থাকতে। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত