ফ্যাসিস্ট সংশ্লিষ্টতা, ভোলায় দশ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২২: ৪০

দ্বীপজেলা ভোলায় ফ্যাসিস্ট আমলে এমপি এবং তাদের স্বজনদের নামে নামকরণ করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার বিষয়টি গত রোববার নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

নাম পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি, তজুমদ্দিন উপজেলায় ১টি, লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি।

ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে হয়েছে বাংলাবাজার ডিগ্রি কলেজ। চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে হয়েছে দক্ষিণ আইচা কলেজ। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে হয়েছে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ। নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম পরিবর্তন করে হয়েছে দুলারহাট মডেল কলেজ। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে হয়েছে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে হয়েছে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

এছাড়া লালমোহন উপজেলার নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের পরিবর্তিত নাম - বদরপুর মহাবিদ্যালয় ও হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের পরিবর্তিত নাম - লালমোহন ডিগ্রি কলেজ।

তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নামকরণ করা হয় - তজুমদ্দিন মহিলা কলেজ ও সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নামকরণ হয় - সাকুচিয়া মহাবিদ্যালয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত