চরফ্যাশনে সরকারি তিন প্রকল্পে অনিয়ম-হরিলুটের তদন্ত দাবি

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৭: ২৬
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭: ৪৩

চরফ্যাশন উপজেলায় সরকারি তিন প্রকল্পে দুর্নীতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে একটি বেসরকারি সংগঠন।

শুক্রবার (১ আগস্ট) উপকূলীয় মানুষের অধিকার রক্ষা আন্দোলন ‘রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি)’ নামে সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের দুর্নীতি নিয়ে এ বিবৃতি দেয় তারা।

বিজ্ঞাপন

জানানো হয়, সংগঠনটির চেয়ারম্যান রেদওয়ানুল হক ও মহাসচিব ইব্রাহীম খলিল সবুজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‎সম্প্রতি চরফ্যাসন উপজেলার চলতি বছরের কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের বরাদ্দের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে, বিভিন্ন মহল থেকে এই তিন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ ওঠে। যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ফোরামে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। উল্লেখিত প্রকল্পের কাজে অনিয়মের প্রতিবাদে কয়েকটি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

‎এর পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকার মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তা জনসম্মুখে প্রকাশ করার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, চরফ্যাশন উপজেলায় কাবিটা ৭৪,টিআর ৮৫ ও কাবিখার বিভিন্ন প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাগুজে কাজে দেখিয়ে অর্থ আত্মসাতের বিরুদ্ধে ইতোমধ্যে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

এব্যাপারে বক্তব্য জানতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিকে মোবাইলে ফোন ও হোয়াটসএ্যাপে ম্যাসেজ দিলেও তিনি জবাব দেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত