কুয়াকাটায় ঝড়-বন্যা মোকাবিলায় শতাধিক তালের চারা রোপণ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৯: ২৩

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত এলাকায় শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে সৈকতের বিভিন্ন পয়েন্টে এসব চারা রোপণ করা হয়। পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেকের নির্দেশনায় প্রকল্পটির প্রথম ধাপে এ কার্যক্রম পরিচালিত হয়।

চারা রোপণ কার্যক্রমে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌরসভার নিম্নমান সহকারী জয়দেব গয়ালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে প্রায় শতাধিক চারা রোপণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে আরও তালের চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যা উপকূলীয় এলাকায় একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে।

এ বিষয়ে পৌরসভার নিম্নমান সহকারী জয়দেব গয়ালী বলেন, ‘উপকূলীয় মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।’

এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, পরিবেশ রক্ষা ও দুর্যোগ প্রতিরোধে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা দরকার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত