আমার দেশ পত্রিকার সাংবাদিককে হুমকি, থানায় জিডি ও সেনা ক্যাম্পে অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০: ০৬

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. শামসুল হককে হাত-পা ভাঙাসহ হত্যার হুমকির অভিযোগে মির্জাগঞ্জ থানায় জিডি এবং সেনা ক্যাম্পে অভিযোগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. শামসুল হক। (জিডি নম্বর-১১৭৯, তারিখ: ২৯-০৭-২৫।) লিখিত অভিযোগ দিয়েছেন মির্জাগঞ্জের সেনা ক্যাম্পেও।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার সময় মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সামনে।

হাত-পা ভেঙে হত্যার হুমকি দিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল ও তার সহযোগী মাকসুদ আহমেদ বায়েজিদ এবং সুমন কাজী।

সাংবাদিক মো. শামসুল হক সেনা ক্যাম্পে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার সময় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘পারফর্মেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য উপজেলা পরিষদে যান।

উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছা মাত্র মো. কামরুজ্জামান জুয়েলসহ আরো দু’জন তার মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেয় জুয়েল। উপজেলায় আসলে তার হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়া হয়। প্রায় ৩০ মিনিট তাকে উপজেলা পরিষদের গেটের সামনে আটকে রাখা হয়। এসব নিয়ে কোনো অভিযোগ করলে সাংবাদিক মো. শামসুল হককে খুন করার ভয়ভীতি দেখিয়ে তারা চলে যান।

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অভিযুক্ত মো. কামরুজ্জামান জুয়েলের সাথে যোগাযোগ করে হলে তিনি সাংবাদিকদের জানান, এ বিষয় তিনি কিছু জানেন না। তাই কোনো কথা বলতে আগ্রহী না।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ দেয়, সেক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত