উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
শত্রুতার জেরে বরিশালের বাকেরগঞ্জে এক কৃষকের ৬০-৭০ শতাংশ জমির কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষক আবুল হাশেম মৃধার কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।
শনিবার সকালে উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে কৃষক আবুল হাশেম মৃধার বাগানে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।
এর আগে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এই গাছগুলো কাটা হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাশেম মৃধা জানান, শনিবার সকালে তিনি তার কলাবাগানে পরিচর্যা করতে যান। এ সময় ৪০০-৫০০ কলার গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। কলার গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে।
হাশেম মৃধা আরও জানান, বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে কলার আবাদ করেছিলেন তিনি। শত্রুতার কারণে আজ তার পথে বসার উপক্রম হলো।
তিনি বলেন, কিছু দিন আগে তার সঙ্গে ছোট মেয়ের শ্বশুর আইউব আলী হাওলাদারের ঝামেলা হয়েছিল। মেয়ের জামাই তার মেয়েকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিয়ে করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। সেটি নিয়ে এখনও পারিবারিকভাবে ঝামেলা চলছে। এর মাঝেই তার কলা গাছগুলো কাটা হলো।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শত্রুতার জেরে বরিশালের বাকেরগঞ্জে এক কৃষকের ৬০-৭০ শতাংশ জমির কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষক আবুল হাশেম মৃধার কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।
শনিবার সকালে উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামে কৃষক আবুল হাশেম মৃধার বাগানে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।
এর আগে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এই গাছগুলো কাটা হয় বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাশেম মৃধা জানান, শনিবার সকালে তিনি তার কলাবাগানে পরিচর্যা করতে যান। এ সময় ৪০০-৫০০ কলার গাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। কলার গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে।
হাশেম মৃধা আরও জানান, বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে কলার আবাদ করেছিলেন তিনি। শত্রুতার কারণে আজ তার পথে বসার উপক্রম হলো।
তিনি বলেন, কিছু দিন আগে তার সঙ্গে ছোট মেয়ের শ্বশুর আইউব আলী হাওলাদারের ঝামেলা হয়েছিল। মেয়ের জামাই তার মেয়েকে ডিভোর্স না দিয়ে অন্যত্র বিয়ে করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। সেটি নিয়ে এখনও পারিবারিকভাবে ঝামেলা চলছে। এর মাঝেই তার কলা গাছগুলো কাটা হলো।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৮ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৫ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
৪২ মিনিট আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে