উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
ফ্যাসিবাদের দোসর দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি গঠন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ইন্দুরকানী উপজেলার একদল মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, গীতম চন্দ্র, ধীরেন্দ্রনাথ হালদার, আশরাফ আলী, সুলতান আহমেদ, আবুল হাসেমসহ মোট ১০/১২ জন মুক্তিযোদ্ধা।
তাদের অভিযোগ, ১৪ সেপ্টেম্বর জেলা কমিটি যে উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে, তার আহ্বায়ক মোশাররফ হোসেন সরকারের ‘ফ্যাসিস্টের দোসর।
মোশাররফ হোসেন পতিত আওয়ামী লীগ সরকারের মহাজোটের শরিকদল জাতীয় পার্টি জেপি'র বর্তমান উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পদে আছেন এবং আওয়ামী লীগ ও জেপির প্রভাব খাটিয়ে দাপটের সাথে প্রভাব বিস্তার করেছেন।
এছাড়াও অতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া ও অগ্রিম বাবদ লাখের অধিক টাকা আত্মসাৎ করেছেন। বীর নিবাস প্রদানের নামে ঘুষ গ্রহণ এবং দোকান ভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান জানান, অভিযোগ থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবেই দেয়া হয়েছে।’
ফ্যাসিবাদের দোসর দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কমিটি গঠন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ইন্দুরকানী উপজেলার একদল মুক্তিযোদ্ধা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, গীতম চন্দ্র, ধীরেন্দ্রনাথ হালদার, আশরাফ আলী, সুলতান আহমেদ, আবুল হাসেমসহ মোট ১০/১২ জন মুক্তিযোদ্ধা।
তাদের অভিযোগ, ১৪ সেপ্টেম্বর জেলা কমিটি যে উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে, তার আহ্বায়ক মোশাররফ হোসেন সরকারের ‘ফ্যাসিস্টের দোসর।
মোশাররফ হোসেন পতিত আওয়ামী লীগ সরকারের মহাজোটের শরিকদল জাতীয় পার্টি জেপি'র বর্তমান উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পদে আছেন এবং আওয়ামী লীগ ও জেপির প্রভাব খাটিয়ে দাপটের সাথে প্রভাব বিস্তার করেছেন।
এছাড়াও অতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভাড়া ও অগ্রিম বাবদ লাখের অধিক টাকা আত্মসাৎ করেছেন। বীর নিবাস প্রদানের নামে ঘুষ গ্রহণ এবং দোকান ভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক আহমেদ শহীদুল হক চান জানান, অভিযোগ থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবেই দেয়া হয়েছে।’
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে