ভারতের কারাগারে ইন্দুরকানীর ১৩ জেলে, স্বজনদের আহাজারি

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০: ০৫
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৩

পিরোজপুরের ইন্দুরকানী ও পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১৩ জন জেলে ভারতের কারাগারে আটক রয়েছেন। তাদের পরিবারের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক বেপারীর মালিকানাধীন এম.ভি. মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার উদ্দেশ্যে ১নম্বর চালনার খাড়ি বয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ইঞ্জিন মেরামতের চেষ্টা ব্যর্থ হলে সাগরের স্রোতে ভেসে ট্রলারসহ জেলেরা ভারতের সীমানায় প্রবেশ করে।

পরে ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে নিয়ে যায়।

আটক জেলেরা হলেন— বাদুর গ্রামের আ. মন্নান শেখের ছেলে খোকন মাঝি, সিদ্দিক মোল্লার ছেলে খায়রুল বাশার, সোবাজহান শেখের ছেলে মিরাজ শেখ, দেলাওয়ার ডাকুয়ার ছেলে তরিকুল ডাকুয়া, সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম, হাশেম খানের ছেলে আকরাম খান, হানিফ মোল্লার ছেলে ইউসুফ মোল্লা, মন্নান শেখের রাজু শেখ, বারেক সিকদারের ছেরে রাকিব সিকদার, শুকুর আলী বেপারীর ছেলে মারুফ বেপারী, সুরাত হাওলাদারের ছেলে আল-আমিন, চাড়াখালী গ্রামের ফারুক জোমাদ্দারের ছেলে তরিকুল ইসলাম, উমেদপুরের হেলালের ছেলে শাহাদাত হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলার মালিক মালেক বেপারী জানান, তার ট্রলারসহ সব জেলেকে বর্তমানে ভারতের কারাগারে রাখা হয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, আটক জেলেদের বিষয়ে ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত