বরগুনা জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিট কমিটি এবং ৪২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সংসদের প্যাডে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক পত্রে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উল্লেখ করেন যে, বরগুনা জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করা কমিটির মধ্যে রয়েছে ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন বিএনপির কমিটি।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহিন জানান, প্রায় তিন বছর আগে তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলার বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করেছিলেন। তখন এসব কমিটি নিয়ে নানা বিতর্ক ছিল। এর পরিপ্রেক্ষিতে সেই জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছিল। আসন্ন জাতীয় সসংসদ নির্বাচনকে সামনে রেখে আপাতত শুধুমাত্র ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের পর যথাযথ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হবে।
দলীয় সূত্র জানায়, বরগুনায় জেলা বিএনপির আওতাধীন ছয়টি উপজেলা, চারটি পৌরসভা কমিটি রয়েছে। এছাড়া, ৪২টি ইউনিয়ন কমিটির আওতায় নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি এবং চারটি পৌরসভা কমিটির অধীনে নয়টি করে মোট ২৭টি ওয়ার্ড কমিটি রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন, অসাংগঠনিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। প্রায় আড়াই বছর আগে কেন্দ্রীয় বিএনপি সেই কমিটি বিলুপ্ত করে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

