উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাথে স্থানীয় সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার সময় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন, উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের আয়না। দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তোলেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের সহযোগিতাকে গুরুত্ব দেই।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন, জন-দুর্ভোগ এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নেছার উদ্দিন আহমেদ প্রতিটি প্রশ্নের ধৈর্যশীল ও নম্র উত্তরে তার মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা আইএবি সভাপতি ও নির্বাচন কমিটি উপদেষ্টা মাওলানা শাহ আলম, উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল হক, সমন্বয়কারী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, সহ-সমন্বয়কারী মাওলানা রাকিবুল ইসলাম, মুফতি আঃ আযীয, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ও গণসংযোগ সমন্বয়কারী ডি.এম. আল আমিন, প্রচার সমন্বয়কারী সিদ্দিকুর রহমান সজল এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

