আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মন্ত্রী শ.ম. রেজাউলের ভাই গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পিরোজপুর

সাবেক মন্ত্রী শ.ম. রেজাউলের ভাই গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস আই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলা রয়েছে। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান-১ শাখার কর্মকর্তা। শামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার পিরোজপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো. আরিফুল ইসলাম।

ওসি (ডিবি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার শামীম শাহজালাল ইসলামী ব্যাংক কর্মকর্তা। তার বিরুদ্ধে পিরোজপুর ও নাজিরপুর থানায় দু’টি অভিযোগ রয়েছে। তাকে পিরোজপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, শামীমের দু’ভাই সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম ছিদ্দীকী শাহীন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন