আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন, উচ্ছেদ করল প্রশাসন

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন, উচ্ছেদ করল প্রশাসন

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমিতে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী তিনি পত্তাশী বাজারে এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার পত্তাশী বাজারে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করেন। তিনি আ.লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে রাস্তার ওপর ভবন নির্মাণের অভিযোগ এলাকাবাসীর।

বিজ্ঞাপন

এ বিষয় আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করেছি। কিন্তু প্রতিপক্ষের ইন্দনে প্রশাসন ভবন ভেঙে ফেলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ করে আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন