আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইনজীবীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিস্ফোরক তথ্য

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

আইনজীবীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিস্ফোরক তথ্য

ভোলার চরফ্যাশনে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার শশীভূষণ এলাকার বেগম রহিমা ইসলাম কলেজে গভর্নিং বডির বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় চরফ্যাশনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট পারভেজ বলেন, বৈঠকের এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি নিজে ছাড়াও গভর্নিং বডির সদস্য কামরুজ্জামান শাহীন, আবুল হোসেন, মোহাম্মদ আলী খোন্দকারসহ ৮ থেকে ১০ জন অভিভাবক রক্তাক্ত জখম হন।

amar-desh

পারভেজ অভিযোগ করেন, ‘আমার নেতৃত্বাধীন কমিটি হাইকোর্টের আদেশে বৈধভাবে কাজ শুরু করার পর কিছু প্রভাবশালী মহল আমাদের কাজে বাধা দিতে থাকে। এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর গভর্নিং বডির বৈঠকের শেষ মুহূর্তে রোমান, রুহুল মোল্লা, কামাল, ফরিদ, সাজ্জাদ ও সুমনসহ কয়েকজন যুবক বৈঠক কক্ষে প্রবেশ করে গালিগালাজ ও মারধর শুরু করে। এক পর্যায়ে আমার গলায় থাকা টাই দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।’

তিনি আরো জানান, শশীভূষণ থানা বিএনপির সম্পাদক মোস্তফা কামালসহ কলেজের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন এবং পরে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক রাসেল বলেন, ‘ঘটনা নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন