জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। শেখ হাসিনা জনগণের বন্ধু নন, বরং তিনি গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছেন।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বর্বরতার এক নতুন অধ্যায় তৈরি করেছে। তাদের অত্যাচার ও নির্যাতনের আন্দোলন সর্বশেষ জুলাই মাসের আন্দোলনে গিয়ে শেষ হয়েছে এবং এর ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যখন তারা বলে উন্নয়নের জন্য চূড়ান্ত ক্ষমতা দরকার, গণতন্ত্রের অগ্রাধিকার নয়, তখন বুঝতে হবে এর পেছনে দুর্নীতির উদ্দেশ্য আছে। একটি ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী মনোভাব নিয়ে আওয়ামী লীগ একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে।
এ্যানি আরও বলেন, “আজ ১৫ আগস্ট, তার (শেখ হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে, সেই বিষয়ে আলোচনা করার সুযোগ তারা পায়নি। কারণ, তারা মানুষের মনে বা হৃদয়ে দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব বা তার পরিবার কেউ ছিল না। স্বাধীনতার পর থেকে তারা ফ্যাসিবাদী, বর্বর কায়দা এবং জুলুম-নির্যাতন ও জঙ্গী শাসনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে।”
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। শেখ হাসিনা জনগণের বন্ধু নন, বরং তিনি গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছেন।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বর্বরতার এক নতুন অধ্যায় তৈরি করেছে। তাদের অত্যাচার ও নির্যাতনের আন্দোলন সর্বশেষ জুলাই মাসের আন্দোলনে গিয়ে শেষ হয়েছে এবং এর ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যখন তারা বলে উন্নয়নের জন্য চূড়ান্ত ক্ষমতা দরকার, গণতন্ত্রের অগ্রাধিকার নয়, তখন বুঝতে হবে এর পেছনে দুর্নীতির উদ্দেশ্য আছে। একটি ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী মনোভাব নিয়ে আওয়ামী লীগ একটি অরাজনৈতিক দলে পরিণত হয়েছে।
এ্যানি আরও বলেন, “আজ ১৫ আগস্ট, তার (শেখ হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে, সেই বিষয়ে আলোচনা করার সুযোগ তারা পায়নি। কারণ, তারা মানুষের মনে বা হৃদয়ে দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব বা তার পরিবার কেউ ছিল না। স্বাধীনতার পর থেকে তারা ফ্যাসিবাদী, বর্বর কায়দা এবং জুলুম-নির্যাতন ও জঙ্গী শাসনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে।”
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে