আমার দেশ -এ সংবাদ প্রকাশ

সন্তান বিক্রি করতে চাওয়া মায়ের পাশে যুবদল নেতা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১: ৩০

আমার দেশ -এ সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের রামগঞ্জের সন্তান বিক্রি করতে চাওয়া গৃহবধূ নাজমা বেগমের পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সোহেল। তিনি আজ রোববার বিকেলে চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর গ্রামের গৃহবধূ নাজমা বেগমের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা ওই গৃহবধূর হাতে তুলে দেন। এছাড়া প্রবাস থেকে পাঠানো ৩ হাজার টাকাও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ওই গৃহবধূর হাতে তুলে দেন।

উল্লেখ্য, গতকাল আমার দেশের অনলাইনে ‘জরিমানার টাকা জোগাড় করতে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ’ ও আজ রোববার প্রিন্ট ভার্সনে ‘ঋণ পরিশোধে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ নাজমা’ শিরোনামে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সকলের দৃষ্টিতে আসে। এরপর মোহাম্মদ সোহেল রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহেরের নিকট বিস্তারিত জানতে চান। সাহায্য করার কথা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন,আমার দেশ পত্রিকার সংবাদটি প্রকাশ হওয়ায় বেশ সাড়া ফেলেছে, অনেকেই আমাকে ওই গৃহবধূকে সাহায্যের কথা বলেছেন। এছাড়াও আজ বিকেলে ঢাকা উত্তরা থেকে সাকিব হোসেন সানী নামের একজন আমার দেশ রামগঞ্জ প্রতিনিধি মো. মাসুদ রানা কে ফোন দিয়ে সাহায্যে দেওয়ার কথা জানান।

তিনি জানান আমার দেশ পত্রিকায় সংবাদটি দেখে আমার কাছে খুব অমানবিক মনে হয়েছে। উল্লেখ্য যে রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের হরিশচর গ্রামের তেতিয়ালা বাড়ির গৃহবধূ নাজমা বেগম অসুস্থ স্বামী ও নিজেকে জেল থেকে বাঁচানোর লক্ষ্যে আদালতের জরিমানা ২০ হাজার টাকা পরিশোধের জন্য নাঈমুল হুদা নামের সাড়ে চার বছরের এক শিশু সন্তানকে বিক্রি করতে চেয়েছিল। গৃহবধূ নাজমা বেগম জানান আমার এখন আর কোনো অসুবিধা নাই। সন্তান বিক্রি করতে হবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত