আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিন্ময়ের ৬৬ আইনজীবীর জামিন

চট্টগ্রাম ব্যুরো

চিন্ময়ের ৬৬ আইনজীবীর জামিন

ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ৬৬ আইনজীবীকে জামিন দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সোমবার সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। গেল ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাংচুর চালায় ইসকন সমর্থকরা।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। একই দিন আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করে। এর মধ্যে ৬৬ জনই ছিল আইনজীবী। মূলত আজকে অভিযুক্ত আইনজীবীরাই আদালতে হাজির হয়ে জামিনে আবেদন করলে শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত প্রত্যেককে ১ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন