আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তল্লাশি চালিয়ে সাড়ে ২১ লাখ টাকার সিগারেট, দেড় লাখ টাকা, চারজন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার রাতে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- শিমুল দাস (৪৫), মো. সাজ্জাদ ইসলাম (২২), মো. মহিবুল হাসান (২৩), রনি তঞ্চঙ্গ্যা (২০)।

রাজস্থলী থানার এসআই মো. হাফিজ বলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তল্লাশি চালিয়ে যে আসামি, সিগারেট এবং পিকআপ আটক করেছেন তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই বিষয়ে রাজস্থলী থানা কর্তৃক বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...