উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আরমান জাওয়াদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।
শনিবার সকাল ৬টা থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করেন তারা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড়উঠান শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান একই এলাকার মোহাম্মদ ইবরাহিমের ছেলে।
নিহতের বাবা ইবরাহিম বলেন, হাতির আক্রমণে বাচ্চাটি মারা যায়। গুরুতর আহত হয়ে আমার স্ত্রী খদিজা বেগম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনে সমাধান আসুক।
অবরোধকারীরা বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এখানে এসেই আমাদের সমাধান দিতে হবে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে আপাতত বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ।
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আরমান জাওয়াদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।
শনিবার সকাল ৬টা থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করেন তারা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড়উঠান শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান একই এলাকার মোহাম্মদ ইবরাহিমের ছেলে।
নিহতের বাবা ইবরাহিম বলেন, হাতির আক্রমণে বাচ্চাটি মারা যায়। গুরুতর আহত হয়ে আমার স্ত্রী খদিজা বেগম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনে সমাধান আসুক।
অবরোধকারীরা বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এখানে এসেই আমাদের সমাধান দিতে হবে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে আপাতত বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে