আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতির আক্রমণে প্রাণ গেল শিশুর, লাশ নিয়ে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

হাতির আক্রমণে প্রাণ গেল শিশুর, লাশ নিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আরমান জাওয়াদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।

শনিবার সকাল ৬টা থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করেন তারা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড়উঠান শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান একই এলাকার মোহাম্মদ ইবরাহিমের ছেলে।

নিহতের বাবা ইবরাহিম বলেন, হাতির আক্রমণে বাচ্চাটি মারা যায়। গুরুতর আহত হয়ে আমার স্ত্রী খদিজা বেগম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনে সমাধান আসুক।

অবরোধকারীরা বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এখানে এসেই আমাদের সমাধান দিতে হবে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে আপাতত বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন