আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান

নবীন সেনা কর্মকর্তাদের দায়িত্ববোধ, সততা, আত্মসম্মান ধরে রাখার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো

নবীন সেনা কর্মকর্তাদের দায়িত্ববোধ, সততা, আত্মসম্মান ধরে রাখার আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, সততা এবং আত্মসম্মান ধরে রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, দেশের মানুষের কষ্টার্জিত অর্থে তোমরা তৈরি হয়েছ। তাই দেশের মানুষের প্রতি দায়িত্বশীল থাকা তোমাদের প্রথম কর্তব্য। নবীন অফিসারদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন, সেনাবাহিনীর শক্তি আসে শৃঙ্খলা, নৈতিকতা ও পেশাদারিত্ব থেকে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শৃঙ্খলা সেনাবাহিনীর অন্যতম চালিকা শক্তি। যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের কাছে দ্বারস্ত হবে।

পরিবার, সমাজ ও দেশের খেটে খাওয়া মানুষের অবদান না ভোলার ওপর গুরুত্ব দিয়ে সেনাপ্রধান বলেন, তাঁদের কল্যাণ, নিরাপত্তা ও সম্মান রক্ষাই একজন সেনা কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব।

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তোমাদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা অপরিসীম। এগুলোই একজন সেনাসদস্যকে মর্যাদাবান, আদর্শবান ও উন্নত চরিত্রের অধিকারী হতে সাহায্য করে।

অনুষ্ঠানে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম স্পেশাল কোর্সের মোট ২০৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। শপথ গ্রহণ শেষে নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন তাদের পিতা-মাতা ও অভিভাবকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন