তিন দিন ধরে সাগরে ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৪: ২৬

বঙ্গোপসাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে টহল কার্যক্রম পরিচালনাকালে শনিবার ওই জেলেদের উদ্ধার করে। ট্রলারটি তিনদিন ধরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রের ভাসছিল।

বিজ্ঞাপন

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে রোববার (৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়।

নৌবাহিনী জানায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছধরর ট্রলার ভাসতে দেখে ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত দেন। নৌবাহিনী সদস্যরা সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগ্রস্থ জেলে ও ট্রলারের কাছে ছুটে যায়। তারা অতি দ্রুত ট্রলারসহ অসহায় জেলেদের উদ্ধার করেন।

সুত্র মতে, উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি দেয়া হয়। নৌবাহিনী জাহাজ উদ্ধার হওয়া জেলে ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেরা নৌবাহিনীকে জানিয়েছেন, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ওইদিন থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত