আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কলিজা খুলে ফেলার হুমকি দেওয়ায় শোকজ বিএনপি নেতাকে

কুমিল্লা প্রতিনিধি
কলিজা খুলে ফেলার হুমকি দেওয়ায় শোকজ বিএনপি নেতাকে

কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে ফেলার হুমকি এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন করায় দলটির এক নেতাকে শোকজ করা হয়েছে।

গতকাল শুক্রবার দলটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিটি প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত বিএনপি নেতার নাম আবদুল গফুর ভূঁইয়া। তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামছুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে কটূক্তি এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। আপনার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে । তা ছাড়া গত ১১ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে উপজেলার কয়েকটি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

এর আগে নাঙ্গলকোটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে বিএনপি নেতা আবদুল গফুর বলেন, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কত বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে দেখে নেব। বিতর্কিত এই মন্তব্য-সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন