কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে ফেলার হুমকি এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন করায় দলটির এক নেতাকে শোকজ করা হয়েছে।
গতকাল শুক্রবার দলটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিটি প্রকাশ হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম আবদুল গফুর ভূঁইয়া। তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামছুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে কটূক্তি এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। আপনার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে । তা ছাড়া গত ১১ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে উপজেলার কয়েকটি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
এর আগে নাঙ্গলকোটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে বিএনপি নেতা আবদুল গফুর বলেন, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কত বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে দেখে নেব। বিতর্কিত এই মন্তব্য-সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে ফেলার হুমকি এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন করায় দলটির এক নেতাকে শোকজ করা হয়েছে।
গতকাল শুক্রবার দলটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিটি প্রকাশ হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম আবদুল গফুর ভূঁইয়া। তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামছুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে কটূক্তি এবং তাদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। আপনার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে । তা ছাড়া গত ১১ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে উপজেলার কয়েকটি ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব বিষয়ে লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
এর আগে নাঙ্গলকোটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার খবরে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে বিএনপি নেতা আবদুল গফুর বলেন, আপনাকে এ চেয়ারে কে বসাইছে, তার কত বড় কলিজা? তার কলিজা খুলব, আপনার কলিজাও খুলব। আমি অফিসে এসে আপনাকে অপমান করব। আপনার বিরুদ্ধে মামলা করব। আপনাকে দেখে নেব। বিতর্কিত এই মন্তব্য-সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩১ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৭ মিনিট আগে