চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা দ্বিতীয় জজ আবদুর রহমান এ আদেশ দেন।
এর আগে বাংলাদেশ সচিবালয় আইন শাখা থেকে নির্দেশিত মামলাগুলোর প্রতিবেদন গ্রহণ করেন আদালত। মামলা তিনটিই স্পেশাল ট্রাইব্যুনালের।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ জানান, এসব মামলা রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।
মেয়র নিজে বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং জনগণের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম।’
ডা. শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

