কুমিল্লায় আওয়ামী লীগের ৫ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৩০

কুমিল্লায় আওয়ামী লীগের পাঁচ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চান্দিনা থানার পুলিশ।

তারা হলেন- চান্দিনা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুকুল ইসলাম ভূইয়া, চান্দিনা পৌর তাঁতীলীগ সভাপতি মাহাবুব আলম, বাতাঘাসি ইউনিয়নের যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন ও বেলাশ্বার গ্রামের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ও কামরুল হাসান।

বিজ্ঞাপন

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অপর ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত