থানার নিকটবর্তী এলাকায় দুই সপ্তাহে তিনবার ডাকাতি

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫১

কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

বিজ্ঞাপন

১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার ফজল করিমের ছেলে শাহাব উদ্দিন ও তার ভাই মৃত রফিকের দালানঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে সশস্ত্র ডাকাতরা। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধরপূর্বক লক্ষাধিক টাকার মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ঘরের আলমিরা-শোকেস ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে মাইক্রোযোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা তাকেও উক্ত ঘটনার বর্ণনা দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মছিউর রহমান জানান, ডাকাতির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, থানার অর্ধ কিলোমিটারের মধ্যে প্রবাসী মুবিনের বাড়িতেও গত ৩০ আগস্ট রাতভর ব্যর্থ ডাকাতি চেষ্টা, ১০ সেপ্টেম্বর পার্শ্ববর্তী প্রবাসী কালু ও ওসমানের ঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। উপজেলাজুড়ে অব্যাহত এসব ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এজন্য সচেতন জনগণ থানা প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত