আখাউড়ায় অভিযান: ১৫ আসামি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৬

আখাউড়ায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন: আসলাম ওরফে সুধির, ওমর ফারুক, মো. রাজু রহমান, মো. শামীম মিয়া, আলী আকবর, মো. রাসেল মিয়া, সজু মিয়া, মো. তুষার আহেমদ, মোছা: জাহানারা বেগম, মো. রবিউল হাসান, বিজয় মিয়া, রিপন ভুইয়া, রাকিবুল হক, কাজী রাকীব ও শামীম ভুইয়া।

ওসি ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘অপরাধী যেই হোক, পুলিশের হাত থেকে তারা রক্ষা পাবে না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত