আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : মানিক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : মানিক
ছবি: আমার দেশ

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।’

শুক্রবার সকালে হাইমচরের নীলকমল ইউনিয়নে এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মানিক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং হাইমচরকে একটি নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ধানের শীষে ভোট চান।

বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীয় সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন