আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের আগমন উপলক্ষে সরাইলে মাঠ পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

তারেক রহমানের আগমন উপলক্ষে সরাইলে মাঠ পরিদর্শন

আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাইল আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে কুট্টাপাড়া খেলার মাঠ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান কচি। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজক কমিটি জানায়, মাঠে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, মাঠ প্রস্তুতকরণ ও সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে সরাইলে অনুষ্ঠিতব্য জনসভায় প্রায় ছয় লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন