কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতিসহ ৬টি পদে বিজয়ী হয়েছেন।
এবার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার।
তবে স্রোতের বিপরীতে লড়াই করে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত দুইজন একক প্রার্থী। তারা হলেন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট এ.বি.এম. মহীউদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সাকো আলম। এবার আওয়ামী লীগ কোনো প্যানেল দেয়নি।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার। বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বারেক।
নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মো. মনির
উদ্দিন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন ও অ্যাডভোকেট এস.এম. নুরুল ইসলাম।
জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী ও অ্যাডভোকেট সব্বির আহমদ এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট আকতারুর রহমান ছোটন ও অ্যাডভোকেট মুহাম্মদ আতাউল্লাহ।
নির্বাচন কমিশন সূত্রমতে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৯১৮ জন ভোটারের মধ্যে এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৬৭ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮৩৭ ভোটের মধ্যে ৭৮৬ ভোট এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে ৮১ ভোটারের মধ্যে ৮১ জন ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত এই সমিতির নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে ৩ জন প্রতিনিধি কো-অপ্ট
করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কমিটির ১৭টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত যৌথ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ
১৪টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সিনিয়র সহ-সভাপতি, ২টি সদস্যসহ মাত্র ৩টি পদে জয়লাভ করেছিল।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতিসহ ৬টি পদে বিজয়ী হয়েছেন।
এবার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার।
তবে স্রোতের বিপরীতে লড়াই করে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত দুইজন একক প্রার্থী। তারা হলেন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট এ.বি.এম. মহীউদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সাকো আলম। এবার আওয়ামী লীগ কোনো প্যানেল দেয়নি।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার। বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ বারেক।
নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মো. মনির
উদ্দিন, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন ও অ্যাডভোকেট এস.এম. নুরুল ইসলাম।
জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী ও অ্যাডভোকেট সব্বির আহমদ এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট আকতারুর রহমান ছোটন ও অ্যাডভোকেট মুহাম্মদ আতাউল্লাহ।
নির্বাচন কমিশন সূত্রমতে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৯১৮ জন ভোটারের মধ্যে এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৬৭ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮৩৭ ভোটের মধ্যে ৭৮৬ ভোট এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে ৮১ ভোটারের মধ্যে ৮১ জন ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত এই সমিতির নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে ৩ জন প্রতিনিধি কো-অপ্ট
করা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কমিটির ১৭টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত যৌথ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ
১৪টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সিনিয়র সহ-সভাপতি, ২টি সদস্যসহ মাত্র ৩টি পদে জয়লাভ করেছিল।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে