কুমিল্লার তিতাস উপজেলায় মো. ওসমান গনি ভূঁইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সির স্বাক্ষরিত অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত ১০১ সদস্য কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, একজনকে কোষাধ্যক্ষ, দুইজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৮০ জনকে বিভিন্ন সম্পাদক ও সদস্য করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, এই কমিটি তিতাস উপজেলায় বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকা রাখবো।

