চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে বাসে আগুন

ড্রাইভার-হেলপারের বক্তব্য সন্দেহজনক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২০: ৪৯
বাসে আগুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

আগুন লাগা বাসটির নম্বর চট্টমেট্রো-জ ১১-১১০৯। বাসটি নিউমার্কেট মোড়ে জ্বলতে দেখা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বাসের চালক ও সহকারীক হেফাজতে নেয়া হয়েছে। তাদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে তারা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

বাসটিতে কীভাবে আগুন লাগল তা নিয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে বিষয়টি স্পষ্ট হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত