খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় ৩ মামলা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১: ৫১
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২: ৫৬

খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি থানায় ১টি ও গুইমারা থানায় ২টিসহ তিনটি মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাত ৬ থেকে ৭শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের উপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এসআই ইমাম হোসেন। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে গুইমারার সহিংসতায় ৩ জনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি এবং পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গীনালা এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বরও শনিবার অবরোধ চলাকালে জেলা শহরের সদর উপজেলায় এবং গুইমারা উপজেলায় হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা এখনো বলবৎ আছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত