কুমিল্লার বুড়িচং উপজেলায় হিসাব সহকারীর ভাইকে ম্যানেজিং কমিটির সভাপতি বানাতে স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক ও হিসাব সহকারীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করেন মিজানুর রহমান নামে একজন স্থানীয় বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অধ্যক্ষের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও হিসাব সহকারী বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
বিল্লাল হোসেন বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। প্রতিষ্ঠানের কমিটি গঠনের প্রক্রিয়ায় অধ্যক্ষ তিনজনের নাম দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর আবেদন করতে হয়। অধ্যক্ষ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের সাথে পরামর্শ করে আবেদন করার কথা থাকলেও এক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম ।
বিল্লাল হোসেনের আপন ছোট ভাই শাহরিয়ার হোসেন লিমন কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের পিএস। তার নাম দিয়ে আবেদনপত্র লিখে অধ্যক্ষকে স্বাক্ষর করতে বাধ্য করে । অধ্যক্ষ বাধ্য হয়ে আবেদনপত্র স্বাক্ষর করেন বলে স্বীকার করেন আমার দেশ এর প্রতিনিধির কাছে।
ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অভিভাবক সদস্য মো. ওমর ফারুক বলেন, এই স্কুল হিসাব সহকারী বিল্লালের কাছে জিম্মি। সে যা বলে তাই আইন । তার বাইরে কেউ কথা বলতে পারে না। বিল্লালের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। কারণ সে বিএনপির এমপি প্রার্থী জসীম উদ্দীনের পিএস শাহরিয়ার হোসেন লিমনের ভাই এবং উপজেলা যুবদলের নেতা । কারো সাথে যোগাযোগ না করে তার ভাই লিমনকে সভাপতি করে কাগজ জমা দিয়েছে । এলাকাবাসী কেউ জানে না।
বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাকশিমুল ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. আসাদুজ্জামান মনির বলেন, এমন তো হবার কথা ছিলো না । এই বিষয়ে আমি অবহিত না । জেনে বিস্তারিত জানাতে পারব ।
ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, স্কুলের হিসাব সহকারী বিল্লাল হোসেন তার ছোট ভাই শাহরিয়ার হোসেন লিমনকে সভাপতি বানানোর জন্য দলীয় প্রভাব খাটিয়ে এই কাজ করছে। এলাকাবাসী ও অভিভাবক এই বিষয়ে অবহিত না।
ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি প্রার্থী কুমিল্লা- ৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের পিএস শাহরিয়ার হোসেন লিমন বলেন, এখানে জোরাজুরির কোনো বিষয় নেই । কারো কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়নি ।
দলীয় প্রভাব খাটিয়ে অধ্যক্ষ থেকে জোর করে স্বাক্ষর নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের হিসাব সহকারী বিল্লাল হোসেন বলেন, জোর করে স্বাক্ষর নেয়া হয়নি। তিনজনের নাম দিয়ে আবেদন করা হয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পিজিউল আলম বলেন, তারা আবেদনপত্র লিখে এনে আমাকে স্বাক্ষর করতে বলেছে । আমি স্বাক্ষর করেছি । সভাপতি হিসেবে কার নাম প্রস্তাব করে আবেদন করেছে তা আমি জানি না । আবেদনপত্র দেখে বলতে হবে । স্থানীয় দুই তিনজন স্থানীয় শিক্ষক এবং হিসাব সহকারী বিল্লাল হোসেন আবেদন পত্র লিখেছেন। এর বেশি কিছু আমি বলতে পারব না ।
ফকির বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, অধ্যক্ষ তিনজনের নাম প্রস্তাব করে আবেদন করবেন । অনেকে স্থানীয়দের সাথে পরামর্শ করে নাম দিয়ে থাকেন । এটার কোনো নিয়ম নেই । যদি কোনো অনিয়ম হয়ে থাকে । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীন বলেন, কলেজের কমিটি হচ্ছে এ বিষয়ে আমি জানি না । অধ্যক্ষর সাথে এ বিষয়ে আমার কোনো কথাই হয় নাই ।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনজনের নাম প্রস্তাব করে আমাদের কাছে আবেদন করবেন । আমরা এগুলো বোর্ডে পাঠাবো । অধ্যক্ষর কাছ থেকে যদি জোর করে স্বাক্ষর নিয়ে থাকে আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

