কুমিল্লায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০: ৫৬
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১: ২৮

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিএনপির চারটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে এই আট শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে গত সোমবার রাতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া ও সদস্যসচিব নুরুল আফসার নয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ আগস্টের ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করেন। এরপরেও মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক ও সদস্যসচিব মিলে ৭টি ইউনিয়ন বিএনপির কমিটির সম্মেলন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব কে বাদ রেখে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলনের জন্য একই আঙিনা থাকা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় ,বক্সগঞ্জ আলিম মাদ্রাসা ও বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল। আদ্রা ইউনিয়ন সম্মেলনের জন্য ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের বন্ধ ঘোষণা করা হয়। এই মাইকের সম্মেলন ভোলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বটতলী ইউনিয়ন সম্মেলনের জন্য বটতলী এম এ মতিন উচ্চ বিদ্যালয় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ ছিল আর জোড্ডা ইউনিয়নের সম্মেলনের জন্য জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় এর পাঠদান বন্ধ ছিল বলে জানা গেছে ।

এ বিষয়ে জানতে চাইলে ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুর গফুর ভূঁইয়া সভাপতি সঙ্গে আলোচনা করে বিএনপির সম্মেলনের জন্য আজকের ১ দিনের পাঠদান বন্ধ রাখা হয়েছে ।

প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে একদিনের ছুটি দেওয়া হয়েছে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে বলে জানান তিনি ।

বক্সগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন বলেন, আমাদের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান একই আঙ্গিনায় দলীয় সম্মেলনের কারণে আজকের দিনটি পাঠদান বন্ধ ছিল। মাধ্যমিক শিক্ষার কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এটা বন্ধ করা হয়েছে ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুছ বলেন, কোন প্রতিষ্ঠান প্রদানই তার কাছ থেকে অনুমতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেননি।

উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া আমার দেশকে বলেন, ১১ আগস্ট রাতে আমরা সম্মেলন স্থগিত করেছিলাম। জেলা বিএনপি তাদের ক্ষমতা বলে ইউনিয়ন সম্মেলন বাস্তবায়ন করেছে। এখানে নাঙ্গলকোটের ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছে। পুনরায় সম্মেলন করার জন্য আমি আহ্বান করছি ।

এ বিষয়ে জানতে সদস্য আবদুল গফুর ভূঁইয়া ফোন করা হলেও তিনি কল ধরেননি ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন আমার দেশকে বলেন, দীর্ঘদিন ওয়ার্ড কমিটি করার পর ইউনিয়ন সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়েছিল ১২ তারিখ। হঠাৎ করে উপজেলা বিএনপির আহ্বায়ক তার ব্যক্তি স্বার্থে ১১ আগস্ট রাতে সম্মেলন স্থগিত করে। নেতাকর্মীরা হতাশ হয। নেতাকর্মীদের দাবির কারণে আমরা জেলা কমিটি গিয়ে ১২ আগস্ট মঙ্গলবার সম্মেলন বাস্তবায়ন করেছি । তিনি আরও বলেন, সম্মেলন উপলক্ষে স্কুল বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে আমার জানা নেই ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত