খাল ভরাট করে দোকান নির্মাণ, মানছে না বাধা

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২০: ৫৪

দিনদুপুরে দখল হচ্ছে খাল। মানছে না প্রশাসন কিংবা জনসাধারণের বাধা। সবকিছু তোয়াক্কা করেই খালের একাংশে দোকান গড়ছেন ফারজানা আক্তার নামে এক নারী।

ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগরের। বুধবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজার সংলগ্ন মুসার খালে মাটিভর্তি ব্যাগ ফেলে নির্মাণকাজ শুরু করেন ফারজানা। তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাবুল মেম্বারের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় নুরুল ইসলাম বলেন, ওয়ারিশ সূত্রে জমি পেয়ে বিক্রি করে দেন ফারজানা। পরে সেই জমির মালিকরা খাল ভরাট করে বহুতল ভবন বানান। এছাড়া গত বছর মুসার খালের ওপর দোকান বানাতে গেলে ফারজানাকে বাধা দেয় উপজেলা প্রশাসন। এবার বাধা দিলেও তিনি মানেননি। নিজের জমি দাবি করে খালেই দোকান গড়ে তুলছেন এই নারী।

প্রতিবেশী আমির হোসেন বলেন, মুসার খাল দিয়ে মেঘনা নদীতে পানি প্রবাহিত হয়। কিন্তু এভাবে খাল ভরাট করলে উপজেলার চরলরেন্স, কালকিনি, তোরাবগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ফারজানা আক্তার বলেন, আমি খাল দখল করছি না। ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দোকান নির্মাণ করছি। কাজ চলমান রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, খবর পেয়ে তহশিলদার পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত তুজ জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত