চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড মোড়ে ফ্লাইওভার থেকে একটি টয়োটা জিপ গাড়ি নিচে পড়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের একজন কর্মকর্তা জানান, ফ্লাইওভারের রেলিং ভেঙে দ্রুতগতির জিপটি নিচে পড়ে বিকট শব্দ হয়। স্থানীয় লোকজন দৌড়ে এসে গাড়িতে আটকে থাকা চারজনকে উদ্ধার করতে চেষ্টা করলেও দরজা আটকে থাকায় তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে হাইড্রোলিক কাটার দিয়ে গাড়ির দরজা কেটে আহতদের বের করে।
গাড়িতে থাকা চারজনের পাশাপাশি নিচে হাঁটছিলেন এমন একজন পথচারী জিপটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পাঁচজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো জিপটি ফ্লাইওভারের সাইড ব্যারিয়ার ভেঙে নিচে পড়ে যায়। গাড়িতে থাকা চারজন ও একজন পথচারী মিলে মোট পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন নিমতলা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, হঠাৎ ‘ধাম’ শব্দ শুনে আমরা সবাই ছুটে আসি। দেখি ওপর থেকে গাড়িটা পড়ে একেবারে উল্টে আছে। গাড়ির ভেতর থেকে একজনের হাত বের হয়ে নড়ছিল। কয়েকজন চেষ্টা করে দরজা খুলতে পারেনি। কিছুক্ষণ পর পুলিশ আর ফায়ার সার্ভিস এসে উদ্ধার শুরু করে।
আরেক প্রত্যক্ষদর্শী, রিকশাচালক বশির আহমেদ বলেন, আমি ঠিক নিচ দিয়ে যাচ্ছিলাম না, তবে একটু দূরে ছিলাম। গাড়িটা পড়ার পর ধুলো আর ধোঁয়া উঠে যায়। ভয়াবহ অবস্থা। যদি কয়েক সেকেন্ড আগে কেউ রাস্তা পার হতো, আরও বড় দুর্ঘটনা হতে পারত।
দুর্ঘটনার কারণে ফ্লাইওভার ও নিচের সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির কারণ নিশ্চিত করতে পুলিশ জিপটি জব্দ করেছে।

