বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ধর্ম উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২০: ৩৩

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর দুই তীরে বৃহস্পতিবার বিকালে সমবেত হয়েছিলেন অন্তত ১০ হাজার মানুষ। উদ্দেশ্য ছিল ‘কল্পজাহাজ ভাসানোর উৎসব’ উপভোগ করা।

২০০ বছর ধরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নদীর এই অংশে স্বর্গের জাহাজ ভাসানোর উৎসব পালন করে আসছেন। উৎসবটি সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধ হিসেবে বিবেচিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও আসেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ। তবে সবার প্রার্থনা ছিল—‘জগতে সব সংঘাত দূর হোক, সব প্রাণী সুখী হোক।’

বিজ্ঞাপন

ফানুস উৎসবের বর্ণিল আয়োজনে আকাশ রাঙানোর পর এবার প্রবারণায় কল্পজাহাজ ভাসানোর আনন্দে মেতেছেন বৌদ্ধ সম্প্রদায়। অপূর্ব কারুকাজে তৈরি একেকটি দৃষ্টিনন্দন জাহাজ নৌকায় বসিয়ে ভাসানো হচ্ছে নদীতে। জাহাজগুলো যাচ্ছে নদীর এপার থেকে ওপারে। সেই জাহাজে চলছে শত শত প্রাণের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুধু তা-ই নয়, নদীর দুপাড়েও উৎসবে-আনন্দে মেতেছেন হাজারো নর-নারী।

মঙ্গলবার কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর পূর্ব রাজারকুল ঘাটে আয়োজন করা হয় শত বছরের ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানোর উৎসব। দুপুরে শুরু হওয়া এ উৎসব বিকাল গড়াতেই পূর্ণ হয়ে ওঠে হাজারো দর্শনার্থীর ভিড়ে।

বিকাল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। উদযাপন পরিষদের সভাপতি মিথুন বড়ুয়া বোথামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবু উদয় কুসুম বড়ুয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসে বিশ্বাসী, কেউ তাদের সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান।’

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যুগ যুগ ধরে বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসানোর উৎসবের আয়োজন হয়ে আসছে। এবার ভাসানো হয় সাতটি কল্পজাহাজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত