আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৃত্যুর কাছে হার মানল বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ছোট্ট মরিয়ম

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

মৃত্যুর কাছে হার মানল বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ছোট্ট মরিয়ম

‎লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম আক্তার নিশান নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। মরিয়ম উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি বলেন, ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের ছাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে মরিয়ম ও আফসা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...