আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় মুরগির খামারে আগুন

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় মুরগির খামারে আগুন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার জেরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় একটু মুরগির খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১১ টায় উপজেলার কুতুবা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্য মিলে তার খামারে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী হারুন গোলদার।

বিজ্ঞাপন

হারুন গোলদার বলেন, “ঘটনার দিন সকালে আমি এবং আমার পরিবারের সদস্যরা আমার এক নিকট আত্মীয়র বাড়ি যাই। সেখান থেকে রাত আনুমানিক ১০টার সময় আমি এবং আমার ছেলে বাড়িতে আসি। সবকিছু ঠিকঠাক দেখে ঘুমাতে যাই। কিছুক্ষণ পর হাঁস মুরগীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার খামারে আগুন জ্বলছে।”

“আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।”

তিনি বলেন, কিছুদিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ব্যানারে জামারুল, মানিক, মামুন, এমরান, আরমান -এর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলকারীদের আমি বাধা দেই। তখন তারা আমাকে হুমকি দিয়ে বলে তোর বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিবো তার পরিপ্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।

বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন