গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৩: ৩৯

গরু চুরি মামলায় ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় সর্বশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলা উদ্দিন স্থানীয় পৌর এলাকার উত্তর শ্রীধরপুর এলাকার মজিবুল হকের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, যদি এ ঘটনা সত্য হয় তাহলে তা দলের জন্য বিব্রতকর। ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যদি তিনি জড়িত থাকেন অবশ্যই তার বিচার হোক। আইন সবার জন্য সমান। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের অবহিত করা হবে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত