আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কৃষিজমির মাটি কাটায় তিন লাখ টাকা জরিমানা, ৪ ট্রাক জব্দ

উপজেলা প্রতিনিধি, (লালমাই) কুমিল্লা

কৃষিজমির মাটি কাটায় তিন লাখ টাকা জরিমানা, ৪ ট্রাক জব্দ
ছবি: আমার দেশ।

কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন চারটি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করে এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজারে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, ‘কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভুশ্চি বাজার এলাকায় অভিযানে যাই। সেখান থেকে চারটি টপ সয়েল ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং অবৈধ মাটি পরিবহনের দায়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ট্রাক মালিকদের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়৷ পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন