বিদ্যুৎ বিভ্রাটে স্বাস্থ্যসেবায় নানামুখী সংকট চরমে পৌঁছায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংকট কাটাতে এই হাসপাতালে জেনারেটর অনুদান দিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।
গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জেনারেটর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ তিনি জেনারেটরটি প্রদান করেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে তিনি জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেনারেটর দেয়ার সময় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, “রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা সত্যিই সংকটাপন্ন। বিদ্যুৎ না থাকলে রোগীরা খুব ভোগান্তি পোহান। জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে এসেছে। তারই অংশ হিসেবে এই ছোট্ট অনুদান।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, “বড় হাসপাতালের জন্য আইপিএস যথেষ্ট নয়। বিদ্যুৎ না থাকলে জরুরি ইউনিটগুলো ঝুঁকিতে পড়ে। জেনারেটরটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই।”

