বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা। দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে—এ উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তারেক রহমানের এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের প্রধান হওয়ার পর এটিই তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। ফলে জনসভা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। শুধু দলীয় নেতাকর্মী নন, সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে। জনসভাকে কেন্দ্র করে পুরো সরাইল উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, প্রায় দুই একর আয়তনের কুট্টাপাড়া খেলার মাঠকে জনসভাস্থল হিসেবে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। মাঠের চারপাশ ও আশপাশের সড়ক, ভবন ও গাছপালা ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেছেন।
এ ছাড়া জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুতি তদারকি করছেন। সভাস্থল ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জনসভার মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। স্বেচ্ছাসেবক ও দলীয় কর্মীরা মাঠের বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের আসা শুরু হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব (শ্যামল) দৈনিক আমার দেশকে বলেন, দলের সর্বোচ্চ নেতার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি বিকেল ৪টার মধ্যে জনসভা শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলার পাশাপাশি বাঞ্ছারামপুর, নবীনগর, আখাউড়া ও কসবাসহ দূর-দূরান্তের নেতাকর্মীরাও সকাল থেকেই সভাস্থলে উপস্থিত হবেন। আমাদের ধারণা, এই জনসভায় ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটতে পারে।
বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এ জনসভা ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই জনসভা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।
সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে তিনি সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠসহ একাধিক স্থানে জনসভা ও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

