আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্নীতির অভিযোগ

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নম্বর আইন)’-এর ধারা ১২(১)(গ) অনুযায়ী জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, চলতি বছরের ৭ জুলাই মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। অভিযোগ ছিল, জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত বছর ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ ওঠে। জেলা পরিষদের একাধিক সদস্য জানান, তারা বারবার মন্ত্রণালয়কে জানিয়েছে, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কর্মকাণ্ডে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তবে জিরুনা ত্রিপুরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি। এর আগে, তিনি আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন