আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নোয়াখালীর দুইটি সংসদীয় আসনের তিনজন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন— নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান।
এছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক দুইবারের সংসদ সদস্য ও আজিম গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। তিনি এর আগে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসনে আরও বহিষ্কৃত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দীন রাজিব। তিনি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের অনুজ ও নাতি হিসেবে পরিচিত।
এদিকে নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
অপরদিকে নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সারাদেশে মোট ৫৭ জন বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

