তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
মা-বাবার ইচ্ছা ছিল এক মাত্র ছেলে বিয়ে করতে যাবে হেলিকপটার চড়ে। বাবা-মায়ের সে ইচ্ছা পূরণ করতে হেলিকপটার চড়ে বিয়ে করলেন কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. আরাফাত রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার জয়পুর কলেজ মাঠে নববধূকে নিয়ে হেলিকপটারে চড়ে নামলে হেলিকপ্টার ও বর কনেকে এক নজর দেখতে স্থানীয় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. মানিক ভূঁইয়ার ছেলে আরাফাত রহমানের সঙ্গে পাশের তিতাস উপজেলার নাগের গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করা হয়।
বর আরাফাত রহমান বলেন, বাবা-মায়ের শখ ছিল হেলিকপটার চড়ে বিয়ে করতে যাব। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বরের বাবা মানিক ভূঁইয়া বলেন, আমি ও আমার ছেলে দু’জনই সৌদি প্রবাসী। অনেক আগে থেকেই আমাদের শখ ছিল ছেলের বিয়েটি স্মরণীয় করে রাখবো। রাজকীয়ভাবে ছেলেকে বিয়ে করাবো। তাই দু’লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। তিনি মনে করেন এই আয়োজনের মধ্য দিয়ে তার এবং পরিবারের শখ পূরণ হয়েছে।
কনের বাবা বাবুল হোসেন বলেন, আমার জামাই তার বাবা-মায়ের শখ পূরণে হেলিকপটার চড়ে আমাদের বাড়ি এসেছে। এতে আমরা খুব আনন্দিত।
হেলিকপটার দেখতে আসা মোসলেম বলেন, আমি কখনো হেলিকপটার দেখিনি। এখানে হেলিকপটার আসবে শুনে দেখতে আসলাম। হেলিকপটার দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।
স্থানীয় নাজিম উদ্দিন ও আয়ুবসহ একাধিক ব্যক্তি বলেন, এই হেলিকপটার ওঠানামা দেখার জন্য গ্রামের বহু মানুষ ভিড় করেছিল। এ ধরনের আয়োজন আমরা আমাদের এলাকায় আগে কোনো দিন দেখিনি। হেলিকপটার দেখে পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি।
মা-বাবার ইচ্ছা ছিল এক মাত্র ছেলে বিয়ে করতে যাবে হেলিকপটার চড়ে। বাবা-মায়ের সে ইচ্ছা পূরণ করতে হেলিকপটার চড়ে বিয়ে করলেন কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. আরাফাত রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার জয়পুর কলেজ মাঠে নববধূকে নিয়ে হেলিকপটারে চড়ে নামলে হেলিকপ্টার ও বর কনেকে এক নজর দেখতে স্থানীয় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. মানিক ভূঁইয়ার ছেলে আরাফাত রহমানের সঙ্গে পাশের তিতাস উপজেলার নাগের গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করা হয়।
বর আরাফাত রহমান বলেন, বাবা-মায়ের শখ ছিল হেলিকপটার চড়ে বিয়ে করতে যাব। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বরের বাবা মানিক ভূঁইয়া বলেন, আমি ও আমার ছেলে দু’জনই সৌদি প্রবাসী। অনেক আগে থেকেই আমাদের শখ ছিল ছেলের বিয়েটি স্মরণীয় করে রাখবো। রাজকীয়ভাবে ছেলেকে বিয়ে করাবো। তাই দু’লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। তিনি মনে করেন এই আয়োজনের মধ্য দিয়ে তার এবং পরিবারের শখ পূরণ হয়েছে।
কনের বাবা বাবুল হোসেন বলেন, আমার জামাই তার বাবা-মায়ের শখ পূরণে হেলিকপটার চড়ে আমাদের বাড়ি এসেছে। এতে আমরা খুব আনন্দিত।
হেলিকপটার দেখতে আসা মোসলেম বলেন, আমি কখনো হেলিকপটার দেখিনি। এখানে হেলিকপটার আসবে শুনে দেখতে আসলাম। হেলিকপটার দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।
স্থানীয় নাজিম উদ্দিন ও আয়ুবসহ একাধিক ব্যক্তি বলেন, এই হেলিকপটার ওঠানামা দেখার জন্য গ্রামের বহু মানুষ ভিড় করেছিল। এ ধরনের আয়োজন আমরা আমাদের এলাকায় আগে কোনো দিন দেখিনি। হেলিকপটার দেখে পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে