আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে মহান মে দিবস পালিত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে মহান মে দিবস পালিত

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে দিনভর নগরীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, র‌্যালি, সমাবেশসহ নানান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রামের এক শ্রমিক সমাবেশ যেকোনো ধরনের শ্রম নির্যাতন আর নিপীড়নের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামী মহানগর আমির শাহজান চৌধুরী। সমাবেশ শেষে মে দিবসের র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে এসে শেষ হয়। এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নগরীর কাজির দেউরি চত্বরে সমাবেশ করে। এতে ট্রেড ইউনিয়নের সভাপতি তপন দত্ত বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি র‌্যালি নগরীর কাজির দেউরি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সিএমইউজে কার্যালয়ে আলোচনা সভা, বাংলাদেশ হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন,শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ ডেকোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন সমাবেশ ও মিছিল করে। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, র‌ালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন