আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বেচ্ছাসেবক দলের নেতার গলায় টাকার মালা, ভিডিও ভাইরাল

আমার দেশ অনলাইন
স্বেচ্ছাসেবক দলের নেতার গলায় টাকার মালা, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল। তিনি স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটিতে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এই পদ পাওয়ায় শুক্রবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন।

বিজ্ঞাপন

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ১৫-২০ জন স্লোগান দিচ্ছেন।

তাদেরই একজন তার গলায় ৫০০ টাকার নোট দিয়ে তৈরি একটি মালা পরিয়ে দেন। সেই মালা পরে রাসেল আনন্দ মিছিলে অংশ নেন। পরে রাসেল নিজেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে।

একইসঙ্গে চট্টগ্রাম মহানগরের ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন